আচমকাই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। ভর্তি করা হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। গত রবিবার থেকে সেখানেই ভর্তি আছেন তিনি। শেষ মেডিকেল বুলেটিনে জানা গিয়েছে যে, তাঁর শারীরিক অবস্থা একেবারেই ভাল নেই। আগের থেকে আরও খারাপ হয়েছে তাঁর শরীরের অবস্থা। এমনকি এখন নাকি তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। হরিয়ানার গুরুগ্রামের ওই হাসপাতালের আইসিইউ-এ চিকিৎসাধীন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ ক’দিনে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। মূলত মূত্রনালীতে রয়েছে সংক্রমণ তাঁর। এছাড়াও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন দেশের ৮২ বছরের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। ইতিমধ্যেই ভারতের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর শারীরিক সুস্থতার কামনা করেছে এবং খোঁজও নিয়েছে তাঁর। কিন্তু এই হাসপাতালের মেডিকেল বুলেটিন তাঁকে নিয়ে যথেষ্ট চিন্তা বাড়িয়ে দিল। যদিও এর আগেও গত জুলাই মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনও তাঁর শারীরিক নানা সমস্যা ছিল। পরে বাড়ি এলেও আবার অবস্থার অবনতি হয়।