সোমবার দোলের দিন সাত সকালে আবীরের রঙে মাতলেন বিবেকানন্দ যোগা সেন্টারের সদস্যরা। সাত সকালে রং খেলায় মাতলেন ছোট থেকে বড় সকলেই।রাজবাড়ি দীঘি পার্কে নাচে গানে রং খেলার আনন্দে মেতে উঠতে দেখা গেল সকলকে।জলপাইগুড়ি রাজবাড়ি চত্বরে উঠে আসলো সেই দৃশ্য।
সকাল থেকেই রং খেলায় মেতে উঠেছেন জলপাইগুড়িবাসী
