মুকুলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের পদ্মা শিবির

এই মুহূর্তে রাজ্যের শাসক শিবির এবং বিজেপি শিবিরে সংঘাত তুঙ্গে। সংঘাত চলছে সম্প্রতি দল বদলে পদ্মা শিবির থেকে ঘাস ফুল আশা মুকুল রায়কে নিয়ে। মুকুল রায়ে কেন পিএসি চেয়ারম্যান – এরই বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের পদ্মা শিবির। তাই এবার মুকুল রায়ের বিরুদ্ধে তিন অস্ত্র শানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুকুল রায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে তৃণমূলকে চাপে রাখার জন্যে ৮ কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজেপির বিধায়করা। এই মর্মে মিহির গোস্বামী, মনোজ টিজ্ঞা ও কৃষ্ণ কল্যাণী-সহ আট বিজেপি বিধায়ক বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। শুভেন্দুর সঙ্গে বৈঠক করার পর দলের নির্দেশেই এই পদক্ষেপ।

এছাড়াও পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদে মুকুলের নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি দিয়েছে বিজেপি পরিষদীয় দল। এর পর রাজভবনের বাইরে ওই নিয়োগ এবং মুকুল প্রসঙ্গে নিজের মত জানান শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়কের দাবি, পিএসি-র কাজ সরকারের দুর্নীতিগুলি তুলে ধরা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতি ঢাকতে চায় বলেই মুকুল রায়কে বকলমে বিরোধী বিধায়ক দেখিয়ে এই পদ পাইয়ে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *