প্রচারে নেমেই বড় ঘোষণা বিরোধী দলনেতার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ভোট আবহে প্রচারে নেমেই স্বভাবসিদ্ধভাবেই রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও জেলা পুলিশকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর নিশানায় ছিল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ সুপার অমরনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হেঁটেছেন। এই ইস্যুকে হাতিয়ার করে ওই সুপারের নামে কমিশনে জানানোর হুঁশিয়ারির দেন শুভেন্দু। এরপর ভোটের দফা নিয়ে বলেন, কেন্দ্র যে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েছে তাতে তিন দফায় ভাগ করে পঞ্চায়েত ভোট করানো দরকার।

এরপর শুভেন্দু আরও বলেন, “আমাদের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মাতৃশক্তিকে ৩ হাজার টাকা করে দেন। আমাদের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ঢাক ঢোল বাজান না, ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যেদিন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে ৫০০ নয়, রাজ্য সভাপতি ঘোষণা করেছেন, আমিও তার সাথী ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীকে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *