টেন্ডার দুর্নীতি নিয়ে বড় অভিযোগ বিরোধী দলনেতার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই সরাসরি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিধানসভায় ১৫২ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেওয়া চিঠিতে লিখেছেন, তথ্যপ্রযুক্তি দফতরের অধীন সংস্থা ওয়েবেল গত বছর ৫ ই আগস্ট একটি টেন্ডার ডেকেছিল। টেন্ডারের নীতি মেনে বিভিন্ন সংস্থা আবেদন করলেও পরে টেন্ডারটি বাতিল করে দেয় ওয়েবেল।

প্রথমে টেন্ডারে ১২০ কোটি টাকা প্রকল্প মূল্য দেখানো হলেও, পরে তা বাড়িয়ে ১৫২ কোটি টাকা হয়। ছ’মাসের মধ্যে টাকা বেড়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ করে বিরোধী দলনেতার দাবি, ওয়েবেলের দেওয়া টেন্ডারটি সরকারি নিয়মে আবারও খোলা উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু সম্পূর্ণ বেনিয়মে নতুন এক সংস্থা, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)-র ঘনিষ্ঠ সংস্থাকে এই বরাত দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *