ভবিষ্যৎবাণী না মেলায় এবার কিছুটা ব্যাকফুটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ রাজ্য জুড়ে আগামী নির্বাচনের প্রস্তুতির মাঝেই এই ক’দিন যাবৎ ডিসেম্বরের কয়েকটি তারিখ নিয়ে ব্যাপক জলঘোলা চলছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা জানিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম দুটি তারিখ পেরিয়ে গিয়েছে কিন্তু রাজনৈতিকভাবে এই বঙ্গে তেমন কিছু ঘটেনি ঠিকই, কিন্তু ওই দুদিনই দুটি বড় ঘটনা ঘটেছে।

১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ও ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা বেরিয়ে আসার পরে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপে পড়েছে বিজেপি শিবির। আর তাই হয়তো এই ‘তারিখ রাজনীতি’ থেকে নিজেকে কিছুটা দূরে সরাতে চাইলেন খোদ শুভেন্দু।

হুগলির ব্যান্ডেলে রাজ্য বিজেপির কার্যকরী বৈঠকে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই শুভেন্দু জানান, তারিখ সংক্রান্ত বক্তব্য তাঁর ব্যক্তিগত। যা হওয়ার তা ডিসেম্বরে না হয়ে জানুয়ারিতেও হতে পারে। ‘বড় চোরদের’ তিনি জেলে ঢোকাতে চান। এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি যা বলেছেন তার সঙ্গে দলের কোনও যোগ নেই। কিন্তু যা বলেছেন তা হবেই। আজ নয় তো কাল হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *