অ্যামাজনে বিক্রেতা-সংখ্যা ১০০ থেকে এখন ১০ লক্ষ

বর্তমানে এদেশে অ্যামাজন-ডট-ইন’এ ১০ লক্ষের বেশি বিক্রেতা ব্যবসা চালাচ্ছে। ২০২০ সালের জানুয়ারি থেকে অ্যামাজন-ডট-ইন’এ ৪.৫ লক্ষেরও বেশি নতুন বিক্রেতা যোগ দিয়েছে এবং তাদের মধ্যে ১ লক্ষেরও বেশি হল লোকাল অফলাইন রিটেলার ও নেবারহুড স্টোর্স। তারা অ্যামাজন মার্কেটপ্লেসে অন্তর্ভুক্ত হয়েছে অ্যামাজন প্রোগ্রামের লোকাল শপস-এর মাধ্যমে।

২০১৩ সালে ১০০ জন বিক্রেতাকে নিয়ে অ্যামাজন এদেশে যাত্রা শুরু করেছিল। এখন তা দেশের বিক্রেতাদের কাছে সর্বাপেক্ষা জনপ্রিয় অনলাইন ডেস্টিনেশন। বিক্রেতাদের ৯০ শতাংশেরও বেশি ‘স্মল অ্যান্ড লোকাল বিজনেসেস’ (এসএমবি) এবং মার্কেটপ্লেসে এদের অর্ধেক এসেছে টিয়ার ২ ও টিয়ার ৩ শহরগুলি থেকে।

দেশের সর্বত্র লোকাল নেবারহুড স্টোরসমূহের বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে অ্যামাজন ই-কমার্সকে তাদের বিভিন্ন প্রোগ্রামের অঙ্গীভূত করে নিয়েছে, যেমন লোকাল শপস অফ অ্যামাজন (অনলাইন সেলিংয়ের জন্য), অ্যামাজন ইজি (অ্যাসিস্টেড শপিংয়ের জন্য) ও আই হ্যাভ স্পেস (লাস্ট মাইল ডেলিভারির জন্য)। ভারতে যাত্রা শুরুর পর থেকে অ্যামাজন ই-কমার্সের ব্যাপারে এসএমবি-গুলিকে প্রয়োজনীয় সহায়তা জুগিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *