ভারত একটি হিন্দু গরিষ্ঠ দেশ। তবে এটি এমন একটি দেশ যেখানে সর্ব ধর্মের সমন্বয় ঘটেছে। দেখতে গেলে ভারতে সমস্ত ধর্মের মানুষকেই পাওয়া যায়। এদিকে, নির্দিষ্ট সময় অন্তর বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ধর্ম নিয়ে গবেষণা করে চলেছে এবং কিছু অনুমান বা তথ্য সামনে এসছে।
পিউ রিসার্চের একটি নতুন সমীক্ষা অনুসারে, হিন্দু ধর্ম ২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হয়ে উঠবে। যেখানে ভারত বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে। বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে। যা ১.৪ বিলিয়ন হবে।
সমীক্ষায় বলা হয়েছে যে, খ্রিস্টান (৩১.৪ শতাংশ) এবং মুসলমানদের (২৯.৭ শতাংশ) পরে, হিন্দুরা বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ গঠন করবে। অন্য যে কোনও দেশের তুলনায় ভারতে বেশি মুসলমান থাকবে। সমীক্ষা অনুসারে, ২০৫০ সালের মধ্যে ভারতে মুসলমানের সংখ্যা ৩১০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।