সামান্য কম হলো সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরে নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ কিন্তু চিন্তা বাড়াচ্ছিল করোনা দেশের সংক্রমনের সংখ্যা। কিন্তু আজ দেশের কোভিড গ্রাফ নিয়ে তৈরি হল কিছুটা স্বস্তির মাহল। দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ কিছুটা কম হল এদিন কারণ সেই সংখ্যা কমেছে। তবে মৃত্যু নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক, কারণ তা বেড়েছে আজকে। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে। মাস্কও বাধ্যতামূলক করা হচ্ছে। এদিকে আবার ‘মাঙ্কিপক্স’ নিয়ে অন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, তামিলনাড়ুতে হদিশ মিলেছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের। এক মহিলা ওমিক্রনের বিএ.৪ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে খবর।

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২৬ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৫ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ২ হাজার ২০২ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯৭ হাজার ০০৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৫৫। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪১৩ জনের। আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১৯২ কোটি ২৮ লক্ষের বেশি ডোজ। আর গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ১৪ লক্ষের বেশি ডোজ।

এই পরিস্থিতিতে জানা গিয়েছে, আবার দুয়ারে টিকা অভিযান শুরু করতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই এই অভিযান ফের চালু হবে। স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রম, কারাগার, এই সব জায়গাগুলিকেই এবার বিশেষ নজর দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে অন্যান্য বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই ভ্যাকসিন নিয়ে মত দিয়ে এসেছে। কোভিড ঠেকাতে টিকা কার্যকরী, তা অনেকাংশে দাবি করা হয়েছে। তাই আবার টিকায় জোর দিচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *