দুই হাজার সংখ্যা পার করলো সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার ভারতে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ কোভিড সংক্রমণ হল।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার ছুঁইছুঁই। মোট সক্রিয় আক্রান্ত ১১ হাজার ৯০৩ জন। অন্যদিকে দৈনিক পজিটিভিটি রেটও এখন প্রায় ২ শতাংশ ছুঁয়েছে। তাই অবশ্যভাবে আশঙ্কা বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস নিয়ে।

সরকারি পরিসংখ্যান বলছে, শেষ মাত্র ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে করোনা। ১৫ দিন আগেও দেশের ৫ রাজ্যের মাত্র ৯টি জেলায় করোনা সংক্রমণ ছিল ১০ শতাংশের বেশি। এখন রাজ্যে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আচমকা দ্রুতহারে করোনাস্ফীতিতে উদ্বেগে প্রশাসন।

পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে দেশ জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী ১০ এবং ১১ এপ্রিল দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালগুলিতেও মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে রাজ্যগুলির কাছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকাও পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *