বাড়ছে দেশের করোনায় মৃত্যুর সংখ্যা

বেশ কিছুদিনের স্বস্তির পরে আবার বাড়লো দেশের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। অ্যাকটিভ কেস কমলেও বাড়ল দৈনিক মৃত্যু। তবে সবথেকে বেশি শঙ্কা বাড়াচ্ছে কেরল। সেই রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু হ্রাস পাচ্ছে না কিছুতেই। তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৪৬০ জনের, যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে আবার ৩৮৪ জনই কেরলে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১ হাজার ৯৬১ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭ হাজার ০৪৬ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৫৭৯ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জন।

দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩ জন। দেশের সংক্রমণের হার ৫.৫৬ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় সেই হার ০.৯০ শতাংশ। এদিকে, দেশের মোট টিকাকরণ হয়েছে ১০৯ কোটি ৬৩ লক্ষ ৫৯ হাজার ২০৮ ডোজ, এবং গত ২৪ ঘণ্টায় হয়েছে ৫২ লক্ষ ৬৯ হাজার ১৩৭ ডোজ। 

উল্লেখ্য, কেরল ছাড়া দেশের বাকি সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা এক হাজারের কম রয়েছে। কেরলের পরে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৯৮২ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ৭০০-৯০০ মধ্যে থাকছে আক্রান্ত। মিজোরামে ৫২৫। বাকি রাজ্যগুলিতে আক্রান্ত ৫০০-র নীচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *