নতুন করে চিন্তা ধরাচ্ছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

চলতি সপ্তাহের দৈনিক করোনা সংক্রমণ চিন্তা ধরালেও আজ কিছুটা কমলো সেই সংখ্যা। কিন্তু অন্যদিকে চিন্তা ধরালো দৈনিক মৃত্যুর সংখ্যা। ওঠানামা অব্যাহত রইলো দেশের করোনা গ্রাফে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। ভয়ঙ্কর ভাইরাসে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। একলাফে অনেকটা বাড়ল মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে সাড়ে ৫০ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এরই মধ্যেই অবশ্য আশার কথা শোনাল আদর পুনাওয়ালার সেরাম ইনস্টিটিউট। সব ঠিকঠাক থাকলে চলতি বছর অক্টোবরেই আসছে কোভ্যাক্স টিকা। শিশুদের জন্য যা মিলতে পারে পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে। এতে ভ্যাকসিনের চাহিদা মেটানো যেমন সহজ হবে, বাড়বে টিকাকরণের গতিও।

পশ্চিমবঙ্গে আরও একদিন নিম্নমুখি করোনার দৈনিক সংক্রমণ। বুলেটিনে দৈনিক সংক্রমণ নামল ৮০০-র নীচে। মৃত্যু নামল এক সংখ্যায়। ধারাবাহিকতা বজায় রেখে সামান্য কমল অ্যাক্টিভ কেসও। বুলেটিন অনুসারে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭১৭। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ফের নেমেছে ১০০-র নীচে। সেখানে এদিন আক্রান্ত ৮৬ জন। কলকাতায় ৭১ জন। দার্জিলিং জেলায় আক্রান্ত ৫৪ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫.৩২ লক্ষ। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। ২ জন করে মারা গিয়েছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতায় এদিন করোনায় কারও মৃত্যু হয়নি। দার্জিলিংয়ে মোট মৃতের সংখ্যা এদিন ৫০০ ছুঁয়েছে। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৮,২০২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *