স্বস্তি দিচ্ছে বঙ্গের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

কড়া বিধিনিষেধের ফল মিলেছে বঙ্গে। সস্তি বাড়িয়েছে আজকের বঙ্গের কোভিড গ্রাফ। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, বেড়েছে সুস্থতা। তবে একদিনে মৃত্যু বেড়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত আজ তুলনায় কমেছে যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। পাশাপাশি টিকাকরণও বাড়ছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ১৩১ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ০৯ হাজার ৯১৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৬৫ জনের।

অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৩৬১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৭৪ হাজার ৫৬৮ জন। ইতিমধ্যে সিনেমা, রেস্তরাঁ, বার, জিম থেকে শুরু করে অডিটোরিয়াম সবক্ষেত্রে উপস্থিতিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি অফিসের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর হয়েছে। বিভিন্ন সামজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি শিথিল করে ৭৫ শতাংশ উপস্থিতি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ০৭৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের, যা আগের তুলনায় অনেকটাই কম। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন কোভিড আক্রান্ত রয়েছেন। দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০৭ হাজার ১৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *