দিন প্রতিদিন আবার দেশে বেড়ে চলছে কোভিড আক্রান্তের সংখ্যা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে করোনা সংক্রমণ নিয়ে ভাবাই হয়তো ছেড়ে দিয়েছিল সাধারণ মানুষ। কিন্তু বিগত কয়েক সপ্তাহে তা নিয়ে আতঙ্ক আবার বাড়তে শুরু করেছে।

শেষ যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৯০০ ছাড়িয়েছে। দেশের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ৬ হাজার ৩৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন মোট ৯১৮ জন। আর একই সময়ে ৪৪ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। চিন্তার বিষয় হল, এই সময়েও একাধিক মৃত্যু হয়েছে করোনার কারণে। রাজস্থান, কর্ণাটক এবং কেরলে প্রাণ কেড়েছে কোভিড।

সাম্প্রতিক সময়ে অ্যাডিনো ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে দাপট দেখা গিয়েছে তা হয়তো করোনাকে আরও শক্তিশালী করেছে, এমনটাই অনুমান করছে চিকিৎসক মহলের একাংশ। ঋতু পরিবর্তন বা সিজন চেঞ্জের সময়টা এমনিতেই নানা রোগভোগ হয়। আর করোনাকালের পর থেকে যেন ভাইরাসের দাপট আরও একটু বেড়ে গিয়েছে আগের থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *