কিছুটা ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণ সংখ্যা

দেশের করোনা সংক্রমণ স্বস্তি দিলেও এবার চিন্তা বাড়ছে রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। আসন্ন পূজার আগে চিন্তা ধরাচ্ছে সংক্রমণের এই সংখ্যা। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের। রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৪১ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ। কোভিড-১৯-কে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৫৯২ জন। অর্থাৎ দৈনিক করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশি। এ যাবৎ মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ এবং আক্রান্তের হার ১.২০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮১ কোটি ৮৫ লক্ষ ১৩ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত একদিনে টিকাকরণ হয়েছে ৯৬.৪৬ লক্ষ জনের। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *