চিন্তা ধরাচ্ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। পর পর তিন ৪০ হাজারের নীচেই থাকল আক্রান্তের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রাণ গেল ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬ জন।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ১১৪ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। ৭০ কোটি ৭৫ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৮ লক্ষ নাগরিক। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৫ লক্ষ ৫৩ হাজার ৭৪৫ টি নমুনা পরীক্ষা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *