বিগত কদিন ধরে ঊর্ধমুখীই রয়েছে করোনা সংক্রমণের সংখ্যা

চলতি সপ্তাহের শুরু থেকেই চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। বিগত কদিন ধরেই ঊর্ধমুখীই রয়েছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। উদ্বেগের মধ্যেই আজ শুক্রবার আবার বাড়লো সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ১৫৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৮৪৪। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৯ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ৫৯৫ জন।

ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে চিকিৎসা মহলে। কারণ, মাঝখানে দু’একদিন বাদ দিলে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ঘোরাফেরা করছে ৪০ হাজারের উপরে। শুক্রবার তা আরও খানিকটা বেড়ে পৌঁছে গিয়েছে একেবারে ৪৫ হাজারের দোরগোড়ায়। যা কিনা রীতিমতো বিপদসংকেত দিচ্ছে।

এদিকে, পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার খানিকটা কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন ৮২৩ জন। করোনায় সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্য়া ১০,৭২১। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। তবে ওই জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক জনের। কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৯। একদিনে শহরে মৃত্যু হয়েছে একজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *