বৃদ্ধি পেলো রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

প্রতিদিন একটু একটু বাড়তে বাড়তে আবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এইমুহুর্তে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। রাজ্যের কোভিড এই মুহূর্তে যে কমবে না তা আপাতত পরিষ্কার। গতকালের তুলনায় আজও বেড়েছে দৈনিক সংক্রমণ। টিকাকরণ বাড়লেও আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে বঙ্গবাসীর। ওমিক্রন প্রজাতি নিয়েও আলাদা চিন্তা রয়েছে। তবে কেন্দ্র, রাজ্য বার্তা দিচ্ছে সকলকে সচেতন হয়ে থাকতে এবং কোভিড বিধি মেনে চলতে।  

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২১৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৮ জনের। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭, মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৬৪। এদিকে, রাজ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৭ হাজার ৯১২ জন, মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৬ লক্ষ ৪০ হাজার ৭০৯ জন। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ৫১ হাজার ৩৮৪। বঙ্গের সুস্থতার হার ৯৫.৮৪ শতাংশ এবং মৃত্যু হার ১.১৬ শতাংশ। অন্যদিকে পজিটিভিটি রেট পৌঁছেছে ২৬.৩৪ শতাংশে। আক্রান্তের নিরিখে আজও শীর্ষে কলকাতা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৮৪ জন, এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে ৩ হাজার ১১৮ জন কোভিড পজিটিভ। এদিকে, হাওড়ায় ব্যাপক হারে বেড়েছে সংক্রমণ। আজও তৃতীয় স্থানে এই জেলা, আক্রান্ত ১ হাজার ৩৬০ জন।

অন্যদিকে জানা গিয়েছে, রাজ্যে পরীক্ষা হওয়া নমুনার ৭০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। কেন্দ্রীয় সংস্থা ইনসাকগ এমন তথ্য দিয়েছে। গত ২ সপ্তাহে কল্যাণীতে যত করোনার নমুনার জিনোম সিকুয়েন্সিং হয়েছে তার ৭০ শতাংশের ক্ষেত্রেই রোগী ওমিক্রনে আক্রান্ত বলেই জানান হয়েছে। অবশ্যই এটি উদ্বেগের বিষয়। এদিকে, আজ দেশের সংক্রমণ ১ লক্ষ পার করে ফেলেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন৷ যা গতকালের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। গত বছর জুন মাসে দৈনিক এক লক্ষ আক্রান্তের গন্ডি পেরিয়েছিল দেশ। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *