ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে টিএমসিপির সংঘর্ষ, উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে চলছে ধর্মঘট। আর এই ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ অবস্থান শুরু করেন ধর্মঘট সমর্থনকারী সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন (এআইডিএসও)-এর সমর্থকরা। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সদস্যরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এর জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয় বলে অভিযোগ।
ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর
