সদ্য মাত্রই সমাপ্তি হয়েছে দুর্গাপুজো। এবার আবার একবার এক বছরের অপেক্ষা। বছরভর বাঙালি এই দিনগুলির অপেক্ষা করে থাকে। দুর্গাপুজোর এই চার-পাঁচ দিন বাঁধন ভাঙা উচ্ছ্বাসে সামিল হয় প্রত্যেকে। পুজোর সমাপ্তি হলেও আবার একবার প্রতীক্ষার শুরু হয় আগামী বছরের দুর্গাপুজোর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট।
২০২৩ সালের দুর্গাপুজো পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। যে সময়টা আক্ষরিক ভাবে পুজোর সময় বলা যায়। খাতায়-কলমে বৃষ্টি বিদায় নেয় এবং হালকা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও অনুভূত হতে পারে। এতএব একদম সঠিক সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে চলেছে আগামী বছর তা বলা যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট।
১৪ অক্টোবর, শনিবার— মহালয়া
২০ অক্টোবর, শুক্রবার– ষষ্ঠী
২১ অক্টোবর, শনিবার– সপ্তমী
২২ অক্টোবর, রবিবার– অষ্টমী
২৩ অক্টোবর, সোমবার– নবমী
২৪ অক্টোবর, মঙ্গলবার– দশমী