নয়া নিয়ম ঘোষণা করা হয়েছে রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সম্প্রতি কিছু নিয়ম ঘোষণা করা হয়েছে। যেমন, চলতি বছর ফেব্রুয়ারিতেই রেলওয়ে রেড টারিফ রুল, লিথিয়াম, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি পণ্য রেলের পরিষেবার মাধ্যমে পরিবহণের অনুমতি দেওয়া হয়েছিল।

এই পরিষেবার সৌজন্যে মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হয়ে থাকে। এবার থেকে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি পরিবহণ করার সময় রেলের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। এবং নূন্যতম ৪৮ ঘন্টা আগে এই বিষয়ে ভারতীয় রেলকে নোটিশের মাধ্যমে জানাতে হবে।

আসলে লিথিয়াম সংক্রান্ত জিনিসপত্রে খুব সহজে আগুন ধরে যায়। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পাঁচবার এমন আগুন লেগেছে। গত সেপ্টেম্বরেও দুবার এমন ঘটনার সম্মুখীন থেকেছে রেল। আর এরকম দুর্ঘটনা এড়াতেই এই বিশেষ সতর্কতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *