পূর্ব নির্ধারিত সময় মত আগামীকাল উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের

আগামী কাল অর্থাৎ রবিবার দীর্ঘ এক প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ২৮মে সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উদ্বোধনের আগেই নতুন সংসদ ভবন নিয়ে তুলকালাম চলছে দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ দেশের প্রথম সারির ২০ দল অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করেছে।

এদিকে, বিজেপির সহযোগী এবং এনডিএ’র বাইরে থাকা মোট ২৫টি দল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছে। সবচেয়ে বেশি চমক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। এখানেই শেষ নয়, এদিন বিএসপি নেত্রী মায়াবতী এবং তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুও রবিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সংসদ ভবন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। যে ২৫ দল সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছে তার মধ্যে উত্তর-পূর্ব ভারতের ৯ দল, তামিলনাডুর চার দল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *