গরুপাচার কাণ্ডে জাল বিস্তৃত হয়েছে বহু দূর, এবার নজরে ‘অনুব্রত-অনুগামী’ পঞ্চানন খাঁর সম্পত্তি

গরুপাচার কাণ্ডে আষ্টে পৃষ্টে জড়িয়ে পড়েছেন কেষ্ট৷ এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সিবিআই-এর আতস কাচে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের সম্পত্তি৷ কার নামে কত সম্পত্তি রয়েছে তন্নতন্ন করে সেই খোঁজ চালাচ্ছে সিবিআই৷

এবার নজরে ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের হাতেই গ্রেফতার ‘অনুব্রত-অনুগামী’ তথা বোলপুরের কঙ্কালীতলার তৃণমূল নেতা পঞ্চানন খাঁ-র সম্পত্তি। কী ভাবে তিন তলা বাড়ি, গাড়ি করলেন এক পঞ্চায়েত সদস্যার স্বামী, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ 

ভোট-পরবর্তী হিংসা ও একটি গণধর্ষণের মামলায় গত শনিবারই তৃণমূল নেতা পঞ্চানন খাঁ এবং আরও দুই তৃণমূল কর্মী বাদল শর্মা ও তীর্থনাথ হাজরাকে গ্রেফতার করে সিবিআই। রবিবার তাঁদের তিনজনকেই বোলপুর আদালতে তোলা হয়৷ বিচারক তাঁদের এক দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। 

স্থানীয় সূত্রে খবর, বোলপুর উত্তর নারায়ণপুর এলাকার বাসিন্দা পঞ্চানন অতি সাধারণ পরিবারের সন্তান৷ সাদামাটা জীবনযাত্রাতেই অভ্যস্ত ছিলেন। বাড়িতে অভাব অনটন লেগেই থাকত। রোজগারের আশায় একটি গ্রিল কারখানা শুরু করেন পঞ্চানন।

২০১৮ সাল থেকে পাল্টাতে থাকে তাঁদের জীবন৷ ওই বছর কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কঙ্কালীতলা পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন পঞ্চাননের স্ত্রী মল্লিকা খাঁ। স্থানীয়দের অনেকের দাবি, মল্লিকা পঞ্চায়েতের সদস্য হলেও, ব’কলমে পঞ্চায়েতের কাজ সামলাতেন পঞ্চাননই। সেখান থেকেই মোড় বদলায় তাঁদের জীবনের৷

জানা গিয়েছে, এক সময় এক তলা বাড়ি ছিল পঞ্চানন খাঁ-র৷ সেখান থেকে অল্প কিছুদিনের মধ্যেই ঝাঁ চকচকে তিন তলা বাড়ি তৈরি করেন ফেলেন। যা দেখে অনেকেরই চোখ টাটিয়েছে৷ শুধু পেল্লায় বাড়িই নয়, দু’টি দামি গাড়ি, তিনটি মোটরবাইক, দু’টি স্কুটিও রয়েছে তাঁর। বাড়ির সামনে তৈরি করেছেন একটা মন্দির৷ এ ছাড়াও নামে-বেনামে তাঁর একাধিক জমি ও সম্পত্তি রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

বিরোধীদের দাবি, পঞ্চাননের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা নয়ছয়, জমি হাতানো, তোলাবাজি, ভোট-পরবর্তী হিংসায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর মতো অভিযোগ রয়েছে। বিরোধীদের দাবি, পঞ্চাননের মাথায় হাত রেখেছিলেন অনুব্রত৷ সেই জোড়েই তাঁপ দাপট বাড়তে থাকে৷ যদিও এ প্রসঙ্গে পঞ্চাননের পরিবারের মুখে কুলুপ। চুপ জেলা তৃণমূল নেতৃত্বও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *