প্রকাশ্যে এলো সন্দীপের দুই ডান হাতের নাম

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষর জমানায় হাসপাতালে হওয়া দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। এই ঘটনায় মেডিক্যাল সামগ্রী সরবরাহকারী দু’জনের নাম উঠেছে এসেছে।

কেন্দ্রীয় এজেন্সির অনুমান, সুমন হাজরা এবং বিপ্লব সিং নামের এই দুই ব্যক্তি ছিলেন সন্দীপের যাবতীয় দুর্নীতির ‘মিডলম্যান’! হাওড়ার সাঁকরাইলের হাটগাছা নিবাসী সুমন এবং বিপ্লব দু’জনের বাড়িতে হানা দেয় সিবিআই। সুমনের মেডিক্যাল শপে তল্লাশি চালিয়ে প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়।

অন্যদিকে বিপ্লবের বাবা ছিলেন মেডিক্যাল কলেজের একজন সাধারণ কর্মী। বাবার সূত্রে হাসপাতালে পোস্টার, ব্যানার লেখার কাজ শুরু করে সে। সেখান থেকে সুমনের সঙ্গে আলাপ। দু’জনে শুরু করেন মেডিক্যাল সামগ্রী সরবরাহের কাজ। আস্তে আস্তে সন্দীপের ‘খাস’ লোক হয়ে ওঠেন তাঁরা।