ঘোষিত হলো বাংলার নতুন রাজ্যপালের নাম

জল্পনা চলছিলই রাজ্যপালের পদ নিয়ে৷ কে হবে নতুন রাজ্যপাল? এই পরিস্থিতিতেই সকলকে রীতিমতো চমকে দিয়ে উপরাষ্ট্রপতি পদে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা৷

এর পরেই রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকড়৷ সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি৷ তাঁর জায়গায় আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷ অস্থায়ী রাজ্যপাল হিসাবে তাঁর নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়।

তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্বও পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।’ ধনকড়ের ইস্তফার পর শোনা যাচ্ছিল, প্রতিবেশি কোনও রাজ্যের রাজ্যপালকেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হবে। সেই মতোই ধনকড়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়৷ এবং বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *