প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজার মূল্য৷ চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর৷ এই বাড়তে থাকা মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল মধ্যবিত্ত মানুষ৷ সবজি থেকে মাছ, মাংস, সব কিছুই আকাশ ছোঁয়া৷ বাজারে গেলেই ছ্যাঁকা লাগছে পকেটে৷ বুধবার কয়েকটি সবজি বাদে বাকি সবজি অবশ্য রয়েছে নাগালের মধ্যেই৷ তবে মাছ বাজারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন৷ সেখানে গুটি কতট মাছ বাদ দিয়ে বাকি সব মাছের দামই চড়া৷ এক নজরে দেখে নিন বুধবারের বাজার দর-
চন্দ্রমুখী আলু – প্রতি কেজি ৪০ টাকা
অন্যান্য আলু – ২৯ থেকে ৩০ টাকা
রসুন – ৬০ টাকা কেজি
লেবু – এক পিস ২ টাকা
পটল – কেজি প্রতি ৪০ টাকা
টমেটো – কেজি ৫০ টাকা৷
বেগুন – ৯০ টাকা কেজি৷
পেঁপে – কেজি প্রতি ২৫ টাকা
ঢ্যাঁড়শ – প্রতি কেজি ৫০ টাকা
কাঁচকলা- জোড়া ১০ টাকা
লাল শাক – প্রতি আঁটি ৭ টাকা
কাঁচালঙ্কা – ১৩০ টাকা কেজি
পেঁয়াজ – ২৫ থেকে ৩০ টাকা কেজি
কাতলা মাছ- ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি
পোনা মাছ (রুই)- ১৩০ থেকে ১৫০ টাকা কেজি
রুই – ১৯০ টাকা থেকে ২০০ টাকা কেজি
পাবদা মাছ – ৫০০ থেকে ৬০০ টাকা কেজি
ইলিশ – প্রতি কেজি ৭০০ টাকা
লোটে মাছ – ১০০ টাকা কেজি
ভোলা মাছ – কেজি প্রতি ৩০০ টাকা
পমফ্রেট (ছোট) – কেজি ৩০০ টাকা মুরগির মাংস – ১৯০ টাকা কেজি
গোটা মুরগি – ১৪০ টাকা কেজি
খাসির মাংস – ৬৯০ টাকা কেজি