পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড ইন্দিরা কলোনী স্থিত ডিভিশন অফিসে। কর্মীদের অভিযোগ, প্রতি মাসে তাদের মজুরি থেকে ইএসআই বাবদ টাকা কেটে নেওয়া হলেও ইএসআইয়ের সুযোগ সুবিধা শ্রমিকরা পাচ্ছে না। এবং জলপাইগুড়িতে কোন চিকিৎসার সুযোগ নেই বলেও শ্রমিকরা অভিযোগ করেন। ঝড় বৃষ্টি রোদের মধ্যে কাজ করলেও সরকার নির্ধারিতের ন্যূনতম মজুরি বিদ্যুৎ সহায়ক কর্মীরা পায় না।
তাদের আরো অভিযোগ, কাজ করছে কিন্তু তাদের ডিপার্টমেন্টের কোনো আইডেন্টি কার্ড নেই। ফলে বিভিন্ন সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। স্মার্ট মিটার বেসরকারি মালিকদের মুনাফা জন্য লাগানো হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবে যেমন সাধারণ মানুষ পাশাপাশি বিদ্যুৎ সহায়ক কর্মীদের কাজ থাকবে না আগামীদিনে। এই প্রতিকারের জন্য তারা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির প্রদানে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কৃষ্ণ সেন সম্পাদক রজনী রায়, মিন্টু নন্দী, পান্নালাল চক্রবর্তী সহ বিদ্যুৎ সহায় কর্মীরা।