ঝড়, বৃষ্টি, রোদে বাড়ি বাড়ি গিয়ে কাজ করলেও সাম্মানিক ভাতা খুবই কম মিলছে। এজন্য সাম্মানিক ভাতা বাড়ানোর আবেদন জানালেন জলপাইগুড়ি শহরের ডেঙ্গি সার্ভে দলের সদস্যরা। জলপাইগুড়ি পুরসভার কাছে এই আবেদন জানান তারা। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতা সার্ভে করার জন্য এবার মহিলা কর্মীদের দল নিয়োগ করেছে পুর-কর্তৃপক্ষ।
শনিবার ১২ নম্বর ওয়ার্ডে সার্ভের কাজ করার সময় ডেঙ্গি প্রতিরোধ সহায়িকা দলের কর্মী ঝুমা চক্রবর্তী বলেন, “বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে আমরা ডেঙ্গি প্রতিরোধের কাজ করি। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে আমাদের এই মহিলা সার্ভে টিম তৈরি করা হয়েছে। তবে আমাদের যে সাম্মানিক ভাতা দেওয়া হয় তা খুবই কম। অথচ জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত কাজ করে চলেছেন তারা। তাই জলপাইগুড়ি পুরসভার কাছে আবেদন, আমাদের সাম্মানিক ভাতা কিছুটা বাড়িয়ে দিলে আমাদের কাজ করার আগ্রহ আরও বেশি বাড়বে।”