সব চেয়ে কম দেশের করোনা সংক্রমণের সংখ্যা

তবে কি এবার করোনা সংক্রমণের যুদ্ধে জয় মিলতে চলেছে ভারতে? কড়া কোভিডবিধি, টিকাকরণে জোর, জনসচেতনতার ত্রিফলায় দেশ ক্রমশই করোনা যুদ্ধে এগিয়ে চলেছে ভারত। বহুদিন পর দেশে একদিনে করোনা সংক্রমণ নেমে এল ১০ হাজার বেশ খানিকটা নিচে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,৪৮৮। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। আর একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫১০ জন। কমছে অ্যাকটিভ কেসও।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন। মোট আক্রান্তের ০.৩৪ শতাংশ মাত্র। ২০২০ সালের মার্চ থেকে এটাই সর্বনিম্ন অ্যাকটিভ কেসের রেকর্ড। রবিবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ১০ হাজারের বেশি। তুলনায় সোমবারের পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক। কেরলের পরিস্থিতি নিয়ে যদিও এখনও জারি থাকছে চিন্তা। গত ২৪ ঘণ্টায় দেশে ৮,৪৮৮ জন করোনা আক্রান্তের মধ্যে ৫০৮০ জনই কেরলের। দক্ষিণের রাজ্যে একদিনে করোনার বলি ৪০ জন।  

জোরকদমে দেশে চলছে টিকাকরণ। ডিসেম্বরের মধ্যেই দেশের সকলকে টিকার সুরক্ষা দিতে বদ্ধপরিকর কেন্দ্র। সেইমতো কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং রাশিয়ার স্পুটনিক ভি দিয়ে চলছে টিকাকরণের কাজ। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রাজ্যে খুলছে স্কুল-কলেজ। তবে সংক্রমণের আশঙ্কায় জমায়েতে এখনও জারি নিষেধাজ্ঞা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *