প্রকাশিত হলো আগামী বছরের স্কুল ছুটির তালিকা

বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর কয়েকটা দিন। তারপরেই শুরু হবে নতুন বছর। নতুন বছরের স্কুল ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার স্কুলে গরমের ছুটি থাকবে ১০ দিন। অন্যদিকে, আগামী বছর পুজোর ছুটি পড়েছে ২৬ দিন। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করেছে, ‘এই ছুটির তালিকাটি ২০২৩ শিক্ষাবর্ষে একটি নমুনা তালিকা হিসেবে প্রকাশ করা হল। তালিকায় মোট ৬৫ দিন ছুটির উল্লেখ রয়েছে।’

এছাড়াও বলা হয়েছে, ‘রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব/প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনার ভিত্তিতে ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে। যা বিদ্যালয়ের পরিচালন সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু বছরে মোট ছুটির সংখ্যা কোনওভাবেই ৬৫ দিনের বেশি হবে না।’

১ জানুয়ারি- ইংরেজি নববর্ষ

১২ জানুয়ারি- স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী

২৩ জানুয়ারি- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী

২৫ জানুয়ারি- সরস্বতী পুজোর আগেরদিন

২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো

১৪ ফেব্রুয়ারি- পঞ্চানন বর্মার জন্মদিবস

১৮ ফেব্রুয়ারি- শিবরাত্রি

৭ মার্চ- দোলযাত্রা

৮ মার্চ- হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত

১৯ মার্চ- শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী

৪ এপ্রিল- মহাবীর জয়ন্তী

৭ এপ্রিল- গুড ফ্রাইডে

১৪ এপ্রিল- বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী

১৫ এপ্রিল- বাংলা নববর্ষ

২১ এপ্রিল- ইদ-উল-ফিতরের আগেরদিন

২২ এপ্রিল- ইদ-উল-ফিতর

১ মে- মে দিবস

৫ মে- বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী

৯ মে- রবীন্দ্র জয়ন্তী

২৪ মে থেকে ৪ জুন- রবিবার ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। মোট ১০ দিন ধার্য করা হয়েছে।

২০ জুন- রথযাত্রা

২৯ জুন- বকরি ইদ

২৯ জুলাই- মহরম

১৫ অগস্ট- স্বাধীনতা দিবস

৩০ অগাস্ট- রাখি পূর্ণিমা

৬ সেপ্টেম্বর- জন্মাষ্টমী

২৯ সেপ্টেম্বর-ফতোয়া-দোয়াজ-দাহাম

২ অক্টোবর- গান্ধী জয়ন্তী

১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর (দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত): পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে

১৫ নভেম্বর- বিরসা মুন্ডার জন্মদিবস

১৯ নভেম্বর- ছটপুজো

২০ নভেম্বর- ছটপুজোর জন্য বাড়তি ছুটি

২৭ নভেম্বর- গুরু নানকের জন্মজয়ন্তী

২৫ ডিসেম্বর- বড়দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *