বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুর নিয়োগ দুর্নীতির হদিস পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরই আদালতের নির্দেশে ময়দানে নামে ইডি, সিবিআই।
একাধিক পুরসভার থেকে নথিও চেয়ে পাঠানো হয়। এরই মধ্যে সেই তালিকায় যুক্ত হল আরও ১০ পুরসভা। পুর নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ১০ পুরসভা নতুন করে ইডির স্ক্যানারে। কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে প্রথমে রাজ্যের ৬০-৭০টি পুরসভাকে চিহ্নিত করা হয়। সেই সব পুরসভার আধিকারিক, চেয়ারম্যান সহ গ্রুপ C ও D কর্মীদের ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
সেই তথ্যের সূত্র ধরেই এই ১০টি পুরসভার নাম উঠে আসে। ইডি সূত্রে খবর, দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছে কামারহাটি পুরসভা। এরপরই রয়েছে বর্ধমান, নিউ বারাকপুর, বারাকপুর, পানিহাটি পুরসভা।