দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই এই উৎসবের আবহেই এবার বড় খুশির খবর! আসন্ন দুর্গা পুজোর আগেই মোট ১৬ দিন ছুটি উপহার পাচ্ছেন সরকারি কর্মীরা।
সেপ্টেম্বর মাসের ৩ তারিখ- রবিবার, ৬ ও ৭ তারিখ-জন্মাষ্টমী, ৯ তারিখ- মাসের দ্বিতীয় শনিবার, ১০ তারিখ-রবিবার সাপ্তাহিক ছুটি তাই বন্ধ থাকছে ব্যাঙ্ক। ১৭ তারিখ- রবিবার, ১৮ তারিখ- বিনায়ক চতুর্থী, ১৯-২০ তারিখ- গণেশ চতুর্থী, ২২ তারিখ- শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস, ২৩ তারিখ-চতুর্থ শনিবার ও মহারাজা হরি সিংয়ের জন্মদিন, ২৪ তারিখ- রবিবার ও ২৫ তারিখ- শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকীর কারণে ছুটি।
এছাড়াও, সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ- মিলাদ-ই-শরিফ, ২৮ তারিখ- ঈদ-ই-মিলাদ-উন-নবী, ও ২৯ তারিখ দেশের সব জায়গায় না হলেও কিছু প্রান্তে ঈদ-ই-মিলাদ-উল-নবীর কারণে ছুটি দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা।