আন্দোলনে নামলেন এবার জলপাইগুড়ি হাইকোর্টের আইনজীবীরা

জলপাইগুড়ি:- আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা‌ শহরের রাস্তায় নেমে আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চাইলেন। আরজিকর হত্যাকান্ডের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রাস্তায় নামেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরা।

বার অ্যাসোসিয়েশনের সদস্যরা “we want justice” লেখা ব্যানার হাতে ঘটনার‌ উপযুক্ত বিচারের দাবি তোলেন।আরজিকর হত্যাকাণ্ডের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত হোক এই দাবি তোলেন কলকাতা  হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ ব্যানার্জি।