হিমঘরের আলু রাখার গাড়ির ভিড়ে আটকে পড়া এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বোর্ডের জয়েন্ট কনভেনর নিজেই। পরীক্ষার জন্য হাতে মাত্র দশ মিনিট সময় ছিল। ওই সময়ের মধ্যেই নিজের গাড়িতে ছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে যান উচ্চ মাধ্যমিক বোর্ডের জয়েন্ট কনভেনার অঞ্জন দাস।
শনিবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায়। ১৭ তারিখ থেকে হিমঘরগুলোয় আলু রাখার কাজ শুরু হয়েছে। এজন্য প্রতিটি হিমঘরের সামনে রাস্তা জুড়ে দাঁড়িয়ে সারি সারি আলু বোঝাই গাড়ি।
জানা গেছে, এই এলাকায় প্রায় ৬০০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। এই ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় এজন্য সকাল থেকেই এখানে নিজের দায়িত্ব পালন করছিলেন উচ্চ মাধ্যমিক বোর্ডের জয়েন্ট কনভেনার অঞ্জন সেন। তখন তিনি এক ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখেন। পরীক্ষা শুরু হতে তখন মাত্র দশ মিনিট সময় বাকি। এজন্য তড়িঘড়ি করে তিনি নিজেই ওই ছাত্রীকে যানজট কাটিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।
উচ্চ মাধ্যমিক বোর্ডের জেলা জয়েন্ট কনভেনর অঞ্জন দাস বলেন, “ছাত্রীটি হয়তো সঠিক সময়ে গাড়ি পায়নি। তখন হাতে সময় খুব কম ছিল। তাই দ্রুত নিজের গাড়িতে ওই পরীক্ষার্থীকে নিয়ে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি।”