তদন্তে এল বড় ধাক্কা, আচমকাই মৃত্যু দুর্নীতি মামলায় মূল অভিযুক্তকারীর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় মৃত্যু হল অন্যতম মূল অভিযুক্ত অয়ন শীলের ঘনিষ্ঠ প্রমোটার শমীর চৌধুরী ওরফে বাপ্পার।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তিঁনি অন্যতম প্রধান সাক্ষী ছিলেন এই মামলার। পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের ব্যবসার অংশীদারও ছিলেন এই শমীর চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রমোটার ‘মিডিলম্যান’ শমীর চৌধুরী। সল্টলেকে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।

পুর নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর চার্জশিটেও নাম ছিল শমীকের। CBI দাবি ছিল, অয়ন শীলের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েক জন অবৈধভাবে চাকরি পেয়েছিলেন। অয়নের ব্যবসার ক্ষেত্রে তার ‘পার্টনার’ ছিলেন শমীক।