উদ্বোধন হলো নতুন অশোক স্তম্ভের

এই মুহূর্তে দেশের রাজধানীতে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন৷ দিল্লির বর্তমান সংসদ ভবনের অদূরেই তৈরি হচ্ছে নয়া সংসদ ভবন৷ আর সেই সংসদ ভবনের মাথায় বসতে চলেছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ৷ সোমবার তার আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

সাড়ে ৬ মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভটি তৈরি হয়েছে সাড়ে ন’হাজার কেজি ব্রোঞ্জ দিয়ে৷ তবে এত ভারী একটি প্রতীক সংসদ ভবনের মাথায় বসানো একেবারেই সহজ বিষয় নয়। তাই প্রতীকটি নীচ থেকে ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে একটি ইস্পাতের কাঠামো৷ যার ওজন প্রায় সাড়ে ৬ হাজার কেজি৷

নয়া সংসদ ভবনের সেন্ট্রাল ফায়ারের ঠিক উপরে বসবে ব্রোঞ্জের এই অশোক স্তম্ভটি৷ জাতীয় প্রতীকের আবরণ উন্মোচনের পর পুজোপাঠেও অংশ নেন নমো৷ এর পর সংসদ ভবন চত্বরে পৌঁছে ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের সঙ্গে নিজে দীর্ঘক্ষণ কথা বলে প্রধানমন্ত্রী।

এদিন নতুন সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

জানা গিয়েছে এই বৃহদাকার অশোক স্তম্ভটি মোট আটটি স্তরে তৈরি করা হয়েছে। প্রথমে কম্পিউটার গ্রাফিক ইমেজ তৈরি করা হয়৷ সেটি দেখে তৈরি করা হয় একটি মাটির মডেল৷ তার পর সেটি থেকে তৈরি হয় ব্রোঞ্জের মডেল। এই প্রতীকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ন’মাস।

প্রসঙ্গত, দিল্লিতে নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’ তৈরির পাশাপাশি তৈরি হবে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবনও। অক্টোবরের মধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ হবে বলে জানা যাচ্ছে৷ তবে এই নয়া সংসদ ভবন নির্মাণের জন্য দিল্লির পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে অভিযোগ উঠেছিল আগেই।

দাবি উঠেছিল, জমির চরিত্র বদলে দেওয়ায় বিনষ্ট হবে সবুজ। নির্মাণকাজ বন্ধ করার দাবিও জানিয়েছিলেন তাঁরা। বিষয়টা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে সব বাধাবিপত্তি পেরিয়ে সমাপ্তির পথে সেন্ট্রাল ভিস্তার কাজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *