২০১৬ সালে চার কোটির সোনার দুর্গা বানিয়েছিলেন তিনি। এর দু’বছর পর ১০ কোটির হিরের প্রতিমা বানিয়ে সকলের নজর কেড়েছিলেন হাবরার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। এবার হাতে তৈরি রুপোর সাজের দুর্গা যাচ্ছে ত্রিপুরার আগরতলায়। সেখানকার ছাত্রবন্ধু ক্লাবের প্রতিমার বরাত পেয়েছেন হাবরার প্রতিমা শিল্পী। তাঁর স্টুডিয়োতেই তৈরি হচ্ছে প্রতিমা। কয়েক দিনের মধ্যেই প্রতিমার গায়ে উঠবে রুপোর সাজ। দুর্গা থেকে লক্ষ্মী, সরস্বতী কার্তিক, গণেশের জন্যও রুপোর পাত দিয়ে কাপড় তৈরি করা হবে। শিল্পীর স্টুডিয়োয় রুপোর কাজ শুরু হলেই মোতায়েন থাকবে পুলিশি নিরাপত্তা। থাকবে সিসি ক্যামেরার নজরদারিও।
ত্রিপুরার আগরতলার ছাত্রবন্ধু ক্লাবের দুর্গাপুজোর বেশ নামডাক আছে। ২০১৬ সালে বিশ্ববাংলা স্মারক সম্মান পেয়েছিল এই পুজো। এ বছর মণ্ডপসজ্জাতেও গুরুত্ব দিয়েছেন পুজো উদ্যোক্তারা। ‘আমরা পৃথিবীর অতিথি, কিন্তু মালিক নই। এই পৃথিবীতে আমরা একাই এসেছি। যাবও একাই’—এই থিমেই এ বার তাঁদের পুজোর আয়োজন।
শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারই এই ক্লাবের পুজোর মণ্ডপসজ্জা করছেন। হাবরার বাণীপুর মনসাবাড়িতে প্রতিমা তৈরির কাজ করতে করতে ইন্দ্রজিৎ বলেন, ‘মাটির কাজ প্রায় শেষ। এর পর প্রায় ৪৫ কেজি রুপো দিয়ে সাজানো হবে দেবীর প্রতিমা। কলকাতার শোভাবাজার সংলগ্ন গরানহাটায় রুপোর পাত তৈরি হয়েছে।’