প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দাঙ্গা ঘটার শুরু থেকেই নানা অভিযোগের আঙুল ওঠে প্রধানমন্ত্রীর দিকে। শেষ পর্যন্ত মামলাও করা হয় এই ঘটনায়। কিন্তু অসময়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাট দাঙ্গা নিয়ে যে মামলা তাতে নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। সিটের দেওয়ার তথ্যের ভিত্তিতে আগে তাঁকে ক্লিনচিট দিয়েছিল গুজরাট হাইকোর্ট। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন জাকিয়া জাফরি। তাঁর সেই মামলা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। আর এই রায় আসার পরেই মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে তাঁর জন্য সহানুভূতি প্রকাশ করলেন তিনি।

অমিত শাহ এই প্রসঙ্গে বলেন, ১৯ বছর মুখ বুজে মিথ্যাচার সহ্য করেছেন মোদী। একই সঙ্গে কংগ্রেস একহাত নিয়ে তাঁর প্রশ্ন, যাদের হাতে শিখদের রক্ত লেগে আছে তারা গুজরাট নিয়ে প্রশ্ন তোলে কী ভাবে? এদিকে নরেন্দ্র মোদীকে ১৯ বছর ধরে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতারা তো বটেই, অনেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা রটিয়েছে। সেই সময় পরিস্থিতি সামাল দিতে কোনও অবহেলা করেনি তৎকালীন গুজরাট সরকার। কিন্তু তাও প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু এখন পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেল। উল্লেখ্য, ২০০২ গুজরাট দাঙ্গার জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তোলে।

গুজরাট দাঙ্গার সময় গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে এহসান জাফরি নিহত হন। এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি ​​সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে সিটের রিপোর্টকে চ্যালেঞ্জ করেন। গুজরাট দাঙ্গায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। তারপর দীর্ঘ ১৫ বছর পর, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট নির্বাচিত সিট মোদী-সহ গুজরাটের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে তাঁদের ক্লিনচিট দিয়ে দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে মামলা করে লাভ পাননি জাকিয়া জাফরি। এরপর গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। সেখানেও কোনও লাভ মিলল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *