লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যে আসছেন অমিত শাহ। চলতি সপ্তাহেই বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহর এই বঙ্গ সফর বেশ গুরুত্বপূর্ণ। এখানে এসে তিনি একটি জনসভা করবেন বলে খবর।
প্রসঙ্গত, রাজ্যে দলের সংগঠন একেবারে বেহাল। সেটা ভালো মতোই জেনে গেছেন শাহ–নড্ডারা। কয়েকদিন আগে আলাদা ভাবে নয়াদিল্লি গিয়ে দেখা করে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার ১৪ এপ্রিল কলকাতায় আসবেন। এবারের বঙ্গ সফরে এসে নাকি জনসভাও করতে পারেন অমিত শাহ। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে বীরভূম জেলার সিউড়িকে।
বিজেপি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম দখল করতে চায়। এখন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রয়েছেন তিহাড় জেলে। সেটাই বড় সুযোগ। আর তা প্রচারও করা হবে। এভাবেই এখানে ভোট পেতে চায় পদ্ম শিবির। বঙ্গ সফরে এসে বীরভূমে সভাস্থল ঠিক করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অনেকে মনে করছে ওয়াকিবহাল মহল।