আচমকাই আজ বন্ধের ডাক মহানগরীতে। বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬ টা থেকে এই বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলার ভোটে লাগামছাড়া হিংসা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। তার প্রতিবাদেই এই বাংলা বনধের ডাক। সকাল থেকে শহর কলকাতা স্বাভাবিক থাকলেও জেলায় জেলায় কিছুটা উত্তাপ ছড়িয়েছিল। এখন বেলা বাড়তেই উত্তেজনা বাড়ছে আরও। ইতিমধ্যেই বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসার ঘটনা সামনে এসেছে।
সকালেই হুগলিতে ট্রেন আটকে দেয় বনধ সমর্থকরা। হুগলির স্টেশনে ডাউন বর্ধমান লোকাল আটকে দেয় তারা। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল রেল পুলিশ এসে অবরোধ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। পরে হুগলি স্টেশনের টিকিট কাউন্টারে বিক্ষোভ করে বিজেপি। এবার জানা গেল, বহরমপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। বহরমপুর কাদাইয়ের বিভিন্ন দোকান বাজার বন্ধ করতে উদ্যত হন তাঁরা। জলট্যাঙ্কের মোড়ে মিছিল যেতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। তখনই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয়। অন্যদিকে বালুরঘাটে বিজেপির বনধ ঘিরে উত্তেজনা ছড়ায়। বালুরঘাটে সরকারি বাসস্ট্যান্ডে বনধ সমর্থকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
এই বনধ নিয়ে ইতিমধ্যে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দোকান, বাজার, কারখানা সবই যেন রোজের নিয়মে চলে। অন্যদিকে রাজ্য অর্থ দফতর জানিয়েছে, বনধের দিন অফিস করতেই হবে। অর্ধ দিবস ছুটিও নেওয়া যাবে না। আবার রবিবার যাদের ছুটি ছিল তাদের আজ অফিস করতেই হবে। এই নির্দেশ অমান্য করলে এক দিনের বেতন কেটে নেওয়া হবে।