মুকুলের অবস্থান নিয়ে শুরু হলো মামলার শুনানি

দল বদল করলেও, এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে তার পদ নিয়ে। খাতায় কমলে তিনি বিজেপি বিধায়ক৷ কিন্তু, একুশের নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে স্বপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়৷ ফের তাঁর বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কোর্টের তরফে একটা রিমাইন্ডার পাঠানো হয়েছে। আমি দেখব আইনত কতটুকু গ্রহণ করা যাবে। দু’পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে।’’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজ মামলায় রায়দান করেন বিধানসভার অধ্যক্ষ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, বিরোধীরা মুকুল রায়ের দল বদলের যে সাক্ষ্য পেশ করেছেন তা যথেষ্ঠ নয়৷ মুকুল রায় বিজেপি-তেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না। এর পরেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি পরিষদীয় দল। ১১ এপ্রিল সেই মামলার শুনানিতে উচ্চ আদালত জানায়, দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে স্পিকারকে৷ সেই নির্দেশ মেনেই ফের শুনানি করার কথা জানালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *