বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই জেলবন্দি জ্যোতিপ্ৰিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট নিয়ে এবারে সংশয় প্রকাশ করল তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগে হাইকোর্টে প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন জ্যোতিপ্ৰিয়র আইনজীবী। সেই সময় স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে।
তবে তা নিয়ে সন্দিহান ইডি, এজলাসে মামলা শুনানির জন্য উঠলে নিজেদের পছন্দ মতো জায়গায় জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্যপরীক্ষা করাতে চেয়ে আর্জি জানায় ইডি। বিচারপতির নির্দেশ, বুধবারের মধ্যে বিকল্প হাসপাতালের নাম দিতে হবে তদন্তকারী সংস্থাকে।