একাধিক অভিযোগের ভিত্তিতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলো সরকার

দীর্ঘদিন ধরে উঠছিলো অভিযোগ, তবে এতোদিন নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অভিযোগ এটাই যে রাজ্যের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা টোটো কিংবা তিন চাকার যানের দাপাদাপিতে অতিষ্ঠ। এই ধরনের অবৈধ তিন চাকার যানবাহনের ফলে রীতিমতো নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ, সৃষ্টি হচ্ছে যানজট।

এই ধরনের অভিযোগ পাওয়ার পর টোটো ও তিন চাকার যানের বিরুদ্ধে নড়েচড়ে বসছে সরকার। রাজ্য পরিবহন দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছে, টোটো বা ওই জাতীয় তিন চাকার যান চলাচল করতে পারবে না রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়কে। সরকারের পক্ষ থেকে ৬ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে।

সরকার এবার তিন চাকার ডিলারদের একটি নির্দেশিকা পাঠাচ্ছে যাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া এই ধরনের যানবাহন বিক্রি করা যাবে না। উল্লেখ্য, গোটা রাজ্যে যে টোটো ও ই রিক্সা চলে তার মধ্যে ৯০% ই রেজিস্ট্রেশনহীন। এমনকি এই যানবাহনগুলির তথ্য নেই আরটিওর কাছেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *