সরকারের তরফে বদলানো হলো পুরোনো নিয়ম

আসছে নয়া নিয়ম, উত্তরপ্রদেশের মতোই এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগের জন্য নতুন নিয়ম আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন নিয়ম প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যের ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের বড় ভূমিকা থাকে।

২০০৬ সালের প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজ্যের ডিজি নিয়োগের ক্ষেত্রে বর্তমান ডিজির অবসর গ্রহণের তিন মাস আগে শীর্ষ আইপিএস অফিসারদের একটি তালিকা পাঠাতে হয় ইউপিএসসিকে। তালিকা থেকে তারপর কাটছাঁট করে ৩ জনের নাম নির্বাচন করে পাঠায় ইউপিএসসি।

তাঁদের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত করা হয় নতুন ডিজি হিসেবে। কিন্তু গত বছরই এই নিয়মকে বাদ দিয়ে নতুন নিয়ম এনেছে যোগী সরকার। নিয়ম মতো সরকারের অধীনেই একটি সিলেকশন কমিটি গঠন করা হয়, যারা নিয়োগ করবে নতুন ডিজি। কেন্দ্রকে তালিকা পাঠানোর কোনো ঝামেলা এক্ষেত্রে থাকছে না। এবার পশ্চিমবঙ্গ সরকারও একই পন্থা অবলম্বন করতে চলেছে।