বৃহস্পতিবার কেরলে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। শুধুমাত্র ভারতেই নয়, এশিয়ার মধ্যেও প্রথম মহিলা হিসাবে দেশের সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়া প্রথম মহিলা বিচারপতি তিনি।
তবে ফতিমা বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর প্রশাসনিক পদেও নিযুক্ত ছিলেন তিনি। প্রসঙ্গত তিনি তামিলনাড়ুর রাজ্যপাল পদে মহিলাদের নিয়ে দীর্ঘদিন কাজও করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা আইনজীবী মহলে।