আগামী কয়েক বছরের কর্মসংস্থান নিয়ে বড়ো ঘোষণা করলেন অর্থমন্ত্রী

শুরু হয়েছে দেশের নতুন অর্থ বর্ষের অধিবেশন। দেশের অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থানের সংকট, আর্থিক বৈষম বৃদ্ধির প্রেক্ষাপটে লোকসভায় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেটের শুরুতেই তিনি বলেন, যাঁরা অতিমারির মধ্যে অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই৷ আগামী ১০০ বছরে ভারত কী হবে, তাঁর রূপরেখা দিয়েছে প্রধানমন্ত্রী৷ অর্থমন্ত্রী জানান, চলতি বছর আর্থিক বৃদ্ধির হার ৯.২ শতাংশ হতে পারে৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করেন তিনি৷ জানান, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান হবে৷ 

এছড়াও আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান আনা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি বলেন, আমরা প্রথম থেকেই সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি৷ এখন ভালো সময় এসেছে৷ বিনিয়োগ বাড়ছে৷ সাধারণ মানুষকে বাড়ি, বিদ্যুৎ, রান্নার গ্যাস দিয়েছি৷ তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি৷  মূলত করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের আর্থিক অবস্থা টালমাটাল হয়েছে। মূল্যবৃদ্ধি মাথাচাড়া তো দিয়েইছে, আবার আর্থিক সমীক্ষাতেও বলা হয়েছে, মূল্যবৃদ্ধি আগামী দিনে চিন্তার কারণ। খাদ্যপন্যের দাম কমছে না, জ্বালানির দামে বৃদ্ধি ক্রমাগত, অন্যদিকে, কোভিড আবহে নতুন করে দেশে ব্যবসা-বাণিজ্যে ফের বাধা আসবে কিনা, সেটাই প্রশ্নের। সব মিলিয়ে একটা কঠিন সময়ের মধ্যেই বাজেট পেশ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *