বাড়ছে আশঙ্কা, মিললো সব চেয়ে বড়ো উল্কার খোঁজ

এবার এক বড় সাফল্য বিজ্ঞানীদের একটি দল হাতে। এক বিশালাকার উল্কার খোঁজ পেলেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। এই উল্কার নাম দেওয়া হয়েছে ‘২০২২ এপি৭’৷ এই সাফল্যে যেমন সকলে উচ্ছ্বসিত, তেমনই ঘিরে ধরেছে আশঙ্কার কালো মেঘ৷ কারণ, পৃথিবীর কক্ষপথকে ‘ক্রস’ বা অতিক্রম করছে এই উল্কাটির কক্ষপথ। গত আট বছরে আবিষ্কৃত মহাকাশীয় বস্তুগুলির মধ্যে সবচেয়ে বড় ‘২০২২ এপি৭’৷

সূর্য রশ্মির তেজ পার করে গবেষণামূলক কাজ চালানো বিজ্ঞানীদের কাছে সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ৷ সেই প্রেক্ষিতে প্রায় ১.৫ কিলোমিটার চওড়া একটি উল্কাটির হদিশ পাওয়াটা নিঃসন্দেহে মহাকাশ বিজ্ঞানীদের কাছে একটা বড় সাফল্য। তবে শুধু ‘২০২২ এপি৭’-ই নয়৷ আরও দু’টি উল্কারও সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। সেগুলিও পৃথিবী খুব কাছেই ঘুরপাক খাচ্ছে৷ যাদের মধ্যে একটি এখনও পর্যন্ত আবিষ্কৃত হওয়া সূর্যের সবচেয়ে কাছের উল্কা বলে দাবি করা হচ্ছে।

এই গবেষণা রিপোর্টের মূল লেখক, কার্নেগি ইনস্টিটিউট অব সায়েন্স-এর স্কট শেফার্ড বলেন, ‘‘২০২২ এপি৭ পৃথিবীর কক্ষপথকে ক্রস করবে৷ সে কারণেই পৃথিবীর কাছে তা দুশ্চিন্তার কারণ। তবে ভবিষ্যতে এই উল্কার গতিপথ বদলে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটার পরিস্থিতি তৈরি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আর পাঁচটা মহাজাগতিক বস্তুর মতো ভবিষ্যতে বিভিন্ন গ্রহের মাধ্যাকর্ষণের প্রভাবে যে এর গতিপথে বদল আসবে না, সেটা নিশ্চিত ভাবে বলা যায় না। ফলে সুদূর ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *