ক্ষতিপূরণ পেতে পারে কোভিডে মৃতদের পরিবার

অতিমারীর দাপটে বিধ্বস্ত গোটা দেশ। প্রাণ হারিয়েছে কয়েক লক্ষ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি পেল করোনায় মৃতদের পরিবার। কোভিডে মৃত্যুর ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ। আর্থিক সাহায্য দিতেই হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওই পরিবারকে সেটা জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের উপরই ছেড়ে দিতে চেয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী ৬ সপ্তাহের মধ্যে সেই গাইডলাইন পেশ করার ব্যাপারে নির্দেশ দিয়েছে আদালত। এই কাজে ব্যর্থ হলে জাতীয় কর্তৃপক্ষ সেকশন ১২র ধারা অনুসারে দফতর কাজ করতেও ব্যর্থ বলে গণ্য করা হবে। জানিয়েছে আদালত। 

পাশাপাশি আদালত জানিয়েছে কোভিডে মৃত্যুর ক্ষেত্রে যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে তাতে তারিখ ও মৃত্যুর কারণ উল্লেখ করা বাঞ্চনীয়। তবে কোনও পরিবার যদি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণকে ঘিরে আপত্তি তোলে তবে তা সংশোধনের সুযোগ থাকা দরকার। উল্লেখ্য, করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সঠিক পলিসি মেনে ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে দু’টি পৃথক মামলা করা হয়েছিল। তারপরই দেশে করোনায় যাঁরা পরিজনদের হারিয়েছেন, তাঁদের ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু মহামারী আবহে কোষাগারে প্রবল চাপের কথা উল্লেখ করে এই পরিমাণ অর্থের জোগান সম্ভব নয় বলে আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *