শনিবার সকালে ঘুম স্টেশন থেকে রওনা দেয় টয় ট্রেনটি। স্টেশন পেরোতে না পেরোতেই কিছু ক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। সাথে সাথেই শুরু হয়ে যায় উদ্ধার কাজ। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না আসলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে দার্জিলিং পর্যটকদের মধ্যে।
ট্রেনের যাত্রীরা জানান- পাহাড়ি রাস্তায় ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনাটি মোটেই উড়িয়ে দেওয়ার মত নয়। এখানে সবাই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছি। কাজেই দুশ্চিন্তা হচ্ছে। মাঝে মধ্যেই হেরিটেজ টয় ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর শুনি। কিন্তু এরকম আমাদের সাথে হবে সেটা কখনই কল্পনা করতে পারিনি। তবে এই বিষয়টি রেল কতৃপক্ষকে খতিয়ে দেখা উচিত।
এছাড়াও রেল কতৃপক্ষ জানান যে “ট্রেনে থাকা সকল যাত্রীর টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।“ এবং ব্যাপারটি সত্যি অনেক দুঃখজনক।