যুগের অবসান, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

শেষ রক্ষা হলো না, সমাপ্তি হলো প্রায় এক যুগের। আচমকাই ব্রিটেনের আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।

তখন ভারতীয় সময় অনুযায়ী রাত ১১ টা। সেই সময় ইংল্যান্ডের রাজ পরিবারের তরফে টুইট করে এই দুসংবাদ জানানো হয়। রানির একটি সাদা কালো ছবি শেয়ার করে রাজ পরিবারের তরফে টুইট করা হয়, ‘এদিন বিকেলে বালমোরালে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি। রাজা এবং রানির কনসর্ট এদিন বালমোরালেই থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরবেন’।

১৮৫২ সাল থেকে ৭০ বছর ধরে ব্রিটেন শাসন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। রানির প্রয়াণে শোকের পরিবেশ ব্রিটেনে। অনেকদিন ধরেই শারীরিক অসু্স্থতায় ভুগছিলেন রানি। বৃহস্পতিবার অবস্থার অবনতি হয়।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজ সিংহাসনে বসবেন ছেলে চার্লস। কুইন কনসর্ট হবেন ক্যামিলা ডাচেস অফ কর্নওয়াল। রানির মৃত্যু আরো একটি প্রশ্ন তুলে দিয়েছে। ভারত থেকে নিয়ে যাওয়া ঐতিহাসিক হীরে কোহিনুর, যা এতদিন রানির মুকুটে শোভা পেত, তার কী হবে? রানির প্রয়াণে কোহিনুর কি নিজের দেশে ফিরতে পারবে নাকি ফের ক্যামিলার কাছে তা হস্তান্তরিত হয়ে যাবে সেটা একটা বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *